English Version
আপডেট : ৫ মার্চ, ২০১৬ ১২:৪৫

দর বাড়ার শীর্ষে ওরিয়ন ফার্মা

নিজস্ব প্রতিবেদক
দর বাড়ার শীর্ষে ওরিয়ন ফার্মা

গত সপ্তাহের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে ওরিয়ন ফার্মার। সপ্তাহ শেষে এ কোম্পানির শেয়ারের দর বেড়েছে ১৬.০১ শতাংশ।  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ক্লোজিং প্রাইস বিবেচনায় কোম্পানির এ দর বেড়েছে।

গত সপ্তাহে প্রতিদিন ওরিয়ন ফার্মার গড়ে ১৮ কোটি ২ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দরবৃদ্ধির শীর্ষে থাকা অপর কোম্পানিগুলোর মধ্যে-বিএসআরএমের ১৪.৪১, বিডি ফাইন্যান্সের ১২.৫৯, রূপালি লাইফ ইন্স্যুরেন্সের ১১.৯১, জাহিন স্পিনিংয়ের ৮.৬৬, এসইএমএল লেকচার ইক্যুয়িটি ফান্ডের ৬.৮০, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৬.৩২, সামিট পাওয়ারের ৫.১৭, পিপলস ইন্স্যুরেন্সের ৪.৯৪, আনলিমা ইয়ার্নের ৪.৯৩ শতাংশ করে দর বেড়েছে।