English Version
আপডেট : ৫ মার্চ, ২০১৬ ১২:৩৮

ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৩১ পয়েন্ট

নিজস্ব প্রতিবেদক
ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৩১ পয়েন্ট

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে দশমিক ৩১ পয়েন্ট। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

বর্তমানে ডিএসইর পিই রেশিও অবস্থান করছে ১৪.৯৬ পয়েন্টে। যা গত সপ্তাহের শুরুতে ছিল ১৫.২৭ পয়েন্ট। অর্থাৎ সেই হিসেবে পিই রেশিও কমেছে ২.০৬ শতাংশ।

বর্তমানে খাতভিত্তিক পিই’র হিসাবে ব্যাংকিং খাতের পিই অবস্থান করছে ৭.৪৭ পয়েন্টে, আর্থিক প্রতিষ্ঠানের ২০.২৬, প্রকৌশল খাতের ১৯.৮৩, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২৯.৫৭, জ্বালানি ও বিদ্যুৎ খাতের ১৩.০৪, বস্ত্র খাতের ১১.১৫, ওষুধ ও রসায়ন খাতের ২২.৯৪, পেপার ও প্রকাশনা খাতের ১৬৬.৮৮, ভ্রমণ ও অবকাশ খাতের ১৭.৬২, সেবা ও আবাসন খাতের ২২.৮৩, সিমেন্ট খাতের ২৮.৩২, তথ্যপ্রযুক্তি খাতের ৩৯.০৪, চামড়া খাতের ২৬.৬৩, সিরামিকস খাতের ২১.১৬, বীমা খাতের ১৭.৫৬, টেলিযোগাযোগ খাতের ১৭.৫২ ও বিবিধ খাতের ৩০.৬২ পয়েন্ট।