English Version
আপডেট : ১ মার্চ, ২০১৬ ১৮:০৩

ডরিন পাওয়ারের আইপিও অাবেদন জমা ১২.২৩ গুণ

নিজস্ব প্রতিবেদক
ডরিন পাওয়ারের আইপিও অাবেদন জমা ১২.২৩ গুণ

ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমসের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) চাহিদার প্রায় ১২.২৩ গুণ আবেদন জমা পড়েছে। কোম্পানিটির ইস্যু ম্যানেজার অ্যালায়েন্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম এ বিষয়ে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডরিন পাওয়ার আইপিওর মাধ্যমে ২ কোটি শেয়ার ছেড়ে ৫৮ কোটি টাকা সংগ্রহের জন্য অনুমোদন পেয়েছিল। বিনিয়োগকারীরা এর বিপরীতে ৭০৯ কোটি ২৫ লাখ টাকার আবেদন করেছেন।

ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমসের আইপিও আবেদন গ্রহণের সময়সীমা ৮ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ছিল। অবশ্য এর আগে কোম্পানিটির আইপিও আবেদনের জন্য পূর্বনির্ধারিত সময় সীমা ছিল ৮ থেকে ১৬ ফেব্রুয়ারি। গত বছরের ৩০ নভেম্বর বিএসইসির ৫৬০তম সভায় পুঁজিবাজারে ২ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ৫৮ কোটি টাকা সংগ্রহ করার জন্য ডরিন পাওয়ারকে আইপিও অনুমোদন দেওয়া হয়। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৯ টাকা প্রিমিয়ামসহ কোম্পানিটির আইপিওতে বরাদ্দ মূল্য ছিল ২৯ টাকা।