English Version
আপডেট : ১ মার্চ, ২০১৬ ১২:৫১

দর বাড়ার তথ্য নেই ওরিয়ন ফার্মার

নিজস্ব প্রতিবেদক
দর বাড়ার তথ্য নেই ওরিয়ন ফার্মার

গত কয়েকদিন ধরে শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে ওরিয়ন ফার্মা। দর বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে এ জবাব দিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য পর্যালোচনায় দেখা যাচ্ছে, গত কয়েকদিন ধরে ওরিয়ন ফার্মার শেয়ারের দর বাড়ছে। এরমধ্যে গত ২৯ ফেব্রুয়ারি একদিনেই কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৩.৬ টাকা। আর গত ৪ দিনে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৪.৩ টাকা।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য রয়েছে কি না তা জানতে চেয়ে ২৯ ফেব্রুয়ারি কোম্পানিকে চিঠি দেয় সিএসই। চিঠির প্রেক্ষিতে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

এদিকে মঙ্গলবারও কোম্পানিটির শেয়ারের দর বাড়ছে। দিনের শুরুতে কোম্পানিটির শেয়ারের দর ছিল ৩৯.৩০ টাকা। বেলা সোয়া ১২ টায় কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর ছিল ৪০.৬০ টাকায়। এ সময়ে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ১.৩ টাকা ও দরবৃদ্ধির এ হার ৩.৩১ শতাংশ।