English Version
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:৫১

জনগনকে অর্থনৈতিক জ্ঞান প্রদানে বিএসইসি’র কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
জনগনকে অর্থনৈতিক জ্ঞান প্রদানে বিএসইসি’র কর্মসূচি

অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ এগিয়ে গেলেও আর্থিক বিভিন্ন ইস্যুতে সাধারণ মানুষের জ্ঞানের পরিধি তেমন বাড়েনি। আর্থিক বিভিন্ন ইস্যুতে বিশেষ করে শেয়ারবাজার বিষয়ে সাধারণ মানুষের জ্ঞানের পরিধি বিস্তৃত করার লক্ষ্যে আর্থিক জ্ঞান সংক্রান্ত কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় পর্যায়ে ১০ সদস্যের একটি স্টিয়ারিং কমিটি এবং ১৫ সদস্যের পৃথক একটি টেকনিক্যাল কমিটি গঠন করেছে বিএসইসি। বিএসইসির উপ-পরিচালক (প্রশাসন) জালাল উদ্দিন আহমেদ স্বাক্ষরিত কমিটি গঠন সংক্রান্ত অফিস আদেশ গত ২৫ ফেব্রুয়ারি জারি করা হয়। ওই আদেশে স্টিয়ারিং কমিটি এবং টেকনিক্যাল কমিটির কর্মপরিধি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

আর্থিক জ্ঞান সংক্রান্ত কর্মসূচি বাস্তবায়নে ১০ সদস্যের স্টিয়ারিং কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করবেন বিএসইসির চেয়ারম্যান। কমিটির সদস্য হিসেবে থাকবেন বিএসইসির ৪ কমিশনার, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের চেয়ারম্যান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান, সেন্ট্রাল ডিপেজটরি বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের প্রেসিডেন্ট। কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান। কমিশন প্রয়োজনে স্টিয়ারিং কমিটিতে অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।

স্টিয়ারিং কমিটির কার্যপরিধির বিষয়ে বলা হয়েছে, আর্থিক জ্ঞান সংক্রান্ত কর্মসূচি সম্পর্কিত মূলনীতি নির্ধারক হিসেবে কাজ করবে স্টিয়ারিং কমিটি। আর্থিক জ্ঞান বিষয়ে জাতীয় নীতিমালা প্রণয়ন করবে কমিটি। এছাড়া কমিটি নীতিমালার আলোকে কৌশলসমূহ বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ, অগ্রগতি পর্যবেক্ষণ ও সরকারের সঙ্গে সমন্বয় সাধন করবে। উপরন্তু কমিটি জাতীয় কৌশলের অন্তর্ভুক্ত কর্মকাণ্ড ও প্রকল্প বাস্তবায়নে চূড়ান্ত অনুমোদন দিবে।

কমিটির কার্যপরিধিতে আরও বলা হয়েছে, স্টিয়ারিং কমিটি সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ব্যক্তিদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়নের ব্যবস্থাও করবে কমিটি। অন্যান্য নিয়ন্ত্রক সংস্থা, সরকারি ও বেসরকারি সংস্থা এবং সরকারের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় সাধনে কাজ করবে স্টিয়ারিং কমিটি।

অপরদিকে আর্থিক জ্ঞান কর্মসূচি বাস্তবায়নে ১৫ সদস্যের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুবুল আলম। কমিটির সদস্য হিসাবে রয়েছেন— ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক, সিএসইর ব্যবস্থাপনা পরিচালক, সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক, ডিএসইর ব্রোকার ডিলার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বা সেক্রেটারি, আইসিএবির প্রেসিডেন্ট বা সেক্রেটারি, আইসিএমএবির প্রেসিডেন্ট বা সেক্রেটারি, সিএফএ সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট বা সেক্রেটারি, বিএমবিএ’র প্রেসিডেন্ট, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, বিএসইসির পরিচালক রিপন কুমার দেবনাথ, বিএসইসির পরিচালক আবুল কালাম, বিএসইসির পরিচালক ফারহানা ফারুকী। টেকনিক্যাল কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিএসইসির উপ-পরিচালক ওহিদুল ইসলাম। তবে কমিশন প্রয়োজনে টেকনিক্যাল কমিটিতে অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।

টেকনিক্যাল কমিটির কার্যপরিধির বিষয়ে বলা হয়েছে, এ কমিটি বিশেষায়িত কমিটি হিসেবে স্টিয়ারিং কমিটির তত্ত্বাবধানে কাজ করবে। আর্থিক জ্ঞান কর্মসূচি সম্পর্কিত যাবতীয় কার্যক্রম সম্পাদন, কর্মপরিকল্পনা প্রণয়ন, গবেষণা পরিচালন, অংশগ্রহণকারীদের শ্রেণীকরণ, পাঠ্যসূচি প্রণয়ন, ওয়ার্কিং গ্রুপ গঠন, প্রয়োজনীয় লোকবল চিহ্নিতকরণ ও তাদের যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করবে টেকনিক্যাল কমিটি। নির্ধারিত সময়ে স্টিয়ারিং কমিটির নিকট প্রতিবেদন দাখিল করবে এ কমিটি।

এছাড়া টেকনিক্যাল কমিটি দেশের বিভিন্ন ক্ষেত্র এবং এলাকা থেকে রিসোর্স পারসন নির্বাচন ও প্রশিক্ষণ, দেশের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে একাধিক সেমিনার ও কর্মশালা পরিচালনা করবে।