English Version
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১৩:৩৪

৩০০% নগদ ডিভিডেন্ড হাইডেলবার্গ

নিজস্ব প্রতিবেদক
৩০০% নগদ ডিভিডেন্ড হাইডেলবার্গ

হাইডেলবার্গ সিমেন্ট শেয়ারহোল্ডারদের জন্য ৩০০ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ডিভিডেন্ড এ সিদ্ধান্ত নেওয়া হয়।

হাইডেলবার্গ সিমেন্টের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ এপ্রিল নারায়নগঞ্জ রূপগঞ্জে অবস্থিত ফ্যাক্টরির অফিসে বেলা ১১ টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২১ মার্চ।

২০১৫ সালের ৩১ ডিসেম্বরে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ি কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ১৪০ কোটি ১৯ লাখ ৮০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় হয়েছে ২৪.৮১ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য ১০২.২৭ টাকা ও শেয়ারপ্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ৩৪.৭৫ টাকা।

আগের বছর কোম্পানিটি ৩৮০ শতাংশ নগদ ডিভিডেন্ড দিয়েছিল। ১৯৮৯ সালে হাইডেলবার্গ সিমেন্ট পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।