English Version
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:২৫

ডিভিডেন্ড ঘোষণা করেছে ওয়ান ব্যাংক

অনলাইন ডেস্ক
 ডিভিডেন্ড ঘোষণা করেছে ওয়ান ব্যাংক

ওয়ান ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ ক্যাশ ও সাড়ে ১২ শতাংশ স্টক শেয়ার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ব্যাংকটি ৩১ ডিসেম্বরে ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ওয়ান ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মার্চ রাজধানীর ইস্কার্টন গার্ডেন রোডে অবস্থিত পুলিশ কনভেনশন হলে বেলা ১১ টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ মার্চ।

২০১৫ সালের ৩১ ডিসেম্বরে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ি ব্যাংকটির শেয়ারপ্রতি কনসলিডেটেড আয় হয়েছে ৩.১৭ টাকা। শেয়ারপ্রতি কনসলিডেটেড সম্পদ মূল্য ১৮.৪৫ টাকা । এবং শেয়ারপ্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ২২.৪৭ টাকা। ২০০৩ সালে ওয়ান ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।