English Version
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:১০

সিটি ব্যাংকে বিনিয়োগ করবে আইএফসি

নিজস্ব প্রতিবেদক
সিটি ব্যাংকে বিনিয়োগ করবে আইএফসি

সিটি ব্যাংকের সাড়ে চার কোটি শেয়ার কিনছে ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশনস (আইএফসি)। আর এ লক্ষ্যে আইএফসি  এর সাথে গতকাল একটি চুক্তি হয়েছে সিটি ব্যাংক কর্তৃপক্ষের। কোম্পানির সূত্রে এ তথ্য জানা যায়।

চুক্তি অনুযায়ী আইএফসির নামে ৪ কোটি ৬৫ লাখ ৬০ হাজার নতুন শেয়ার ইস্যু করবে সিটি ব্যাংক। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকার সঙ্গে ১৮.৩০ টাকা প্রিমিয়াম যোগ করে দর ধরা হয়েছে ২৮.৩০ টাকা। অবশ্য এরঅাগে ৮ ফেব্রুয়ারি আইএফসির সঙ্গে এ বিষয়ক চুক্তির অনুমোদন করে সিটি ব্যাংক।

চুক্তির ফলে সিটি ব্যাংকের ৫ শতাংশ শেয়ারের মালিকানা পাবে আইএফসি। আর আইএফসির কাছ থেকে সিটি ব্যাংক মোট ১৩১ কোটি ৭৬ লাখ ৫৪ হাজার টাকার বিনিয়োগ পাবে। এ ছাড়া সিটি ব্যাংককে ৩ বছর মেয়াদে ২ কোটি ডলার ইকুইটিতে রূপান্তরযোগ্য ঋণ দেবে আইএফসি।

আইএফসি চাইলে পুরো ঋণ অথবা এর অংশ বিশেষকে সাধারণ শেয়ারে রূপান্তর করতে পারবে। এই শেয়ার ২৮.৩০ টাকা দরেই রূপান্তর হবে। এ বিষয়সমূহ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য সিটি ব্যাংকের বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৪ মার্চ। এ সংক্রান্ত রেকর্ড ডেট হল আগামী ২ মার্চ।