English Version
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:১৫

ডিএসইতে বুক বিল্ডিং সফটওয়্যার চালু

অনলাইন ডেস্ক
ডিএসইতে বুক বিল্ডিং সফটওয়্যার চালু

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বুক বিল্ডিং সিস্টেম সফটওয়্যার চালু করেছে। ডিএসইর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

নতুন সফটওয়্যারের মাধ্যমে একটি নতুন কোম্পানির প্রথম বিডিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। এটি তৈরি করতে ডিএসই’র প্রায় ছয় মাস সময় লেগেছে। 

পাবলিক ইস্যু রুলস ২০১৫-এর আইন অনুযায়ী সিস্টেমটির পুনর্নির্মাণের কাজ চলছে। যা আগামী দুই মাসের মধ্যে চালু করার সম্ভাবনা রয়েছে। পুনর্নির্মাণকৃত সিস্টেমটি আগের সিস্টেমের চেয়ে আরও বেশি অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর। ভবিষ্যতে সিস্টেমটির সাথে আইপিও ম্যানেজমেন্ট সিস্টেমও ইন্টিগ্রেট করা হবে। যা আইপিও ম্যানেজমেন্টকে আরও সহজতর করবে।

এর আগে ২০০৯ সালে ইনফোটেক মিডলইস্ট কোম্পানির কাছ থেকে বুক বিল্ডিং সিস্টেম কি না হয়। সিস্টেমটিতে ছোটখাটো পরিবর্তন পরিবর্ধন করতেও ইনফোটেকের প্রায় ছয় মাস সময় লেগে যেত। যা রেগুলেটরি কমপ্লায়েন্সে সমস্যা দেখা দিত। এ ছাড়াও অ্যানুয়াল মেইন্টেনেন্স আর চেঞ্জ ম্যানেজমেন্টের জন্যে ইনফোটেককে বাৎসরিক একটি নির্দিষ্ট হারে ফি প্রদান করতে হতো।

তবে নতুন এই বুক বিল্ডিং সিস্টেম সফটওয়্যার চালু হওয়ায় বুক বিল্ডিং সিস্টেমে আসা কোম্পানিগুলোর জন্য ডিএসইর খরচ অনেকাংশে কমে আসবে।