English Version
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:৩৮

ডিএসই ‘র নিবাচনে মুখোমুখি রকিবুর-ইমন

অনলাইন ডেস্ক
ডিএসই ‘র নিবাচনে মুখোমুখি রকিবুর-ইমন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ডিএসই’র সাবেক সভাপতি মো. রকিবুর রহমান ও সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন। একটি পদের বিপরীতে তারা নির্বাচন করবেন। আগামী ১৫ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মিডওয়ে সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন সাবেক সভাপতি মো. রকিবুর রহমান এবং বিএলআই সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক দ্বায়িত্বে রয়েছেন মিনহাজ মান্নান ইমন।

জানা যায়, রকিবুর রহমানের নাম প্রস্তাবক ধানমন্ডি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান খান।  সমর্থন করেছেন মডার্ণ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক খুজিস্তা নূর-ই নাহরীন। আর মিনহাজ মান্নান ইমনের প্রস্তাবক এডি হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক ফারজানা আজিম। সমর্থন করেছে মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক।

‘ডিএসই শেয়ারহোল্ডার ডাইরেক্টরস ইলেক্টশন রেগুলেশনস- ২০১৪’ অনুযায়ী এই নির্বাচন পরিচালিত হবে। গতকাল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। কোনো প্রার্থী তার প্রার্থীতা বাতিল করতে আগামী ৭ মার্চ বিকেল ৪টা পর্যন্ত সময় পাবেন। ওইদিন বিকেল ৫টায় যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

আগামী ১৫ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ে গ্রাউন্ড ফ্লোরে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের পর গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে। তবে ডিএসইর ৫৪তম বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিক ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে ডিএসই।