English Version
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:২৫

জেড ক্যাটাগরিতে লেনদেন করবে প্রাইম ফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদক
জেড ক্যাটাগরিতে লেনদেন করবে প্রাইম ফাইন্যান্স

আর্থিক খাতের কোম্পানি প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ক্যাটাগরি পরিবর্তন হয়েছে। কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, জানা, আগামী ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে এটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৫ হিসাব বছরে কোনো ‍ডিভিডেন্ড দিতে না পারায় এই ক্যাটাগরি পরিবর্তন হয়েছে।

তাই ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরের কারণে প্রাইম ফাইন্যান্সের শেয়ার কেনার জন্য বিনিয়োগকারীরা কোনো মার্জিন ঋণ পাবেন না। বিষয়টি পরিপালন করার জন্য ট্রেকহোল্ডারদের নির্দেশ দেওয়া হয়েছে।