English Version
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:২৩

এইমস ফান্ডকে গুটিয়ে নেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
এইমস ফান্ডকে গুটিয়ে নেওয়ার নির্দেশ

আইনি লড়াইয়ে হেরে যাওয়ার পর অবশেষে গুটিয়ে নিতে হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডকে। গুটিয়ে নেওয়ার জন্য ফান্ডের ট্রাস্টিকে চিঠি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসইসির নির্দেশনা অনুযায়ী ২০১৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ফান্ডটি অবসায়ন করার কথা ছিল। কিন্তু মেয়াদি মিউচুয়াল ফান্ড অবসায়নে বিএসইসির নির্দেশনা চ্যালেঞ্জ করে আলী জামান নামে এক বিনিয়োগকারী উচ্চ আদালতে রিট দায়ের করেন। রিটের কারণে সে নির্দেশনা বাস্তবায়ন হয়নি।

গত ১১ ফেব্রুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বিএসইসির নির্দেশনাকে বৈধ বলে রায় দেন। ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত যেসব মেয়াদি মিউচুয়াল ফান্ডের মেয়াদ ১০ বছর অতিক্রান্ত হয়েছে সেসব ফান্ড গুটিয়ে নিতে কিংবা ইউনিটহোল্ডারদের মতামতের ভিত্তিতে বে-মেয়াদি ফান্ডে রূপান্তরে বিএসইসির নির্দেশনা বহাল থাকায় এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডকে গুটিয়ে নিতে নির্দেশ দিয়েছে বিএসইসি।

চিঠি মোতাবেক, ১৪ দিনের মধ্যে ফান্ডটি গুটিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ১৮ ফেব্রুয়ারি গত বৃহস্পতিবার থেকে দিন গণনার তারিখ শুরু হয়েছে বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে।