English Version
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:১০

বুধবার সভার আহ্বান করেছে এশিয়া ও ইস্টার্ন

অনলাইন ডেস্ক
বুধবার সভার আহ্বান করেছে এশিয়া ও  ইস্টার্ন

স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন-১৯ (১) অনুযায়ী অাগামি বুধবার ডিভিডেন্ড নির্ধারণী বোর্ড সভা আহ্বান করেছে ব্যাংক খাতের দুই কোম্পানি। এ কোম্পানি দুটি হলে-ব্যাংক এশিয়া ও  ইস্টার্ন ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ব্যাংক এশিয়া উল্লেখিত সময়ে বেলা ৩টায় অনুষ্ঠিতব্য সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে। আগের বছর ব্যাংকটি ১৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড।

অপরেএকই দিনে কোম্পানি ইস্টার্ন ব্যাংক বেলা ৩টায় অনুষ্ঠিতব্য সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে। আগের বছর ব্যাংকটি ২০ শতাংশ নগদ ডিভিডেন্ড দিয়েছিল।