English Version
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ১০:৫১
বিদায়ী সপ্তাহে

ব্লক মার্কেটে লেনদেন করেছে ডজন কোম্পানি

অনলাইন ডেস্ক
ব্লক মার্কেটে লেনদেন করেছে ডজন কোম্পানি

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক ডজন কোম্পানির ব্লক মার্কেটে শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৬৪ লাখ ৩৯ হাজার ৯০৯টি শেয়ার লেনদেন হয়। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- সিটি জেনারেল ইন্স্যুরেন্স, এমজিএলবিডি, আরএসআরএম স্টিল, বৃটিশ আমেরিকান টোবাকো, সিএমসিকামাল, রেনেটা, সিটি ব্যাংক, গ্রামীণ ফোন, স্কয়ার ফার্মা, ব্রাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা এবং ইসলামী ব্যাংক।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে ব্র্যাক। এই ব্যাংক গত সপ্তাহে ব্লক মার্কেটে ৪৫ টাকা দরে ৪২ লাখ শেয়ার লেনদেন করে।  দ্বিতীয় অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক। এই কোম্পানিটি ১২ লাখ ১৮ হাজার ৩০১টি শেয়ার লেনদেন করে। তৃতীয় অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মা লিমিটেড। এই কোম্পানিটি ৩ লাখ ৪৫ হাজার শেয়ার লেনদেন করে।

এছাড়া সিটি ব্যাংক ২ লাখ ১০ হাজার, বেক্সিমকো ফার্মা ২ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ১ লাখ ও আরএসআরএম স্টিলের ৪৫ হাজার শেয়ার লেনদেন হয়েছে।