English Version
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:০১

বিদায়ী সপ্তাহে ডিএসইতে সূচকসহ লেনদেন বেড়েছে

অনলাইন ডেস্ক
বিদায়ী সপ্তাহে ডিএসইতে সূচকসহ লেনদেন বেড়েছে

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন সঙ্গে সূচকও বেড়েছে। এসময়ে লেনদেন বেড়েছে ৩৮২ কোটি ৬১ লাখ টাকা। আর সূচক বেড়েছে  ২০.৫৩ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গেল সপ্তাহে ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ২ হাজার ২৪৬ কোটি ১৬ লাখ টাকার। আর আগের সপ্তাহে শেয়ার লেনদেন হয়েছিল ১ হাজার ৮৬৩ কোটি ৫৫ লাখ টাকার।

সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯৫.০২ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ১.৫৫ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২.৫৬ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে দশমিক ৮৭ শতাংশ।

এসময়ে ডিএসইএক্স সূচক বেড়েছে দশমিক ১৪ শতাংশ বা ৬.৩২ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএস৩০ সূচক বেড়েছে দশমিক ৩৮ শতাংশ। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে দশমিক ৫৮ শতাংশ। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৯ টি কোম্পানির। আর দর কমেছে ২০২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। আর লেনদেন হয়নি ৩টি কোম্পানির শেয়ার।

অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ১৪২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার। প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে দশমিক ১৬ শতাংশ।] সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৪টি কোম্পানির। আর দর কমেছে ১৪৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।