English Version
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৬ ১০:৫২

সাপ্তাহিক গেইনারের শীর্ষে প্রাইম লাইফ

অনলাইন ডেস্ক
সাপ্তাহিক গেইনারের শীর্ষে প্রাইম লাইফ

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় শীর্ষে অবস্থান করছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স । গেল সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ২১.৮৫ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত সপ্তাহে প্রতিদিন গড়ে কোম্পানিটির ৩ কোটি ১ লাখ ৩৯ হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সপ্তাহে কোম্পানিটির মোট ১৫ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ২০.৬৪ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৩০ কোটি ৯৫ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সপ্তাহে কোম্পানিটির মোট ১৫৪ কোটি ৭৭ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া গেইনারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ১৮.৭৭ শতাংশ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ১৫.৪৯ শতাংশ, আমান ফিড ১৫.৩৩ শতাংশ, জিপিএইচ ইস্পাত ১৩.৬৬ শতাংশ, এইমস ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ১০.১৫ শতাংশ, রূপালী লাইফ ১০ শতাংশ, প্রিমিয়ার সিমেন্ট ৯.৪৫ শতাংশ এবং গ্রামীণ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ৮.৪৭ শতাংশ করে শেয়ার দর বেড়েছে।