English Version
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৬ ১০:৪৩

সপ্তাহিক লুজারের শীর্ষে লিবরা

নিজস্ব প্রতিবেদক
সপ্তাহিক লুজারের শীর্ষে লিবরা

সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজারের শীর্ষে রয়েছে লিবরা ইনফিউশনস। গত সপ্তাহে শেয়ারটির দর কমেছে ১৭.৯১ শতাংশ।

তথ্য মতে, গেল সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন ৬৯ লাখ ৩০ হাজার ২০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ৪৬ লাখ ৫১ হাজার টাকার।

দ্বিতীয় স্থানে থাকা সাভার রিফ্যাক্টরিজের ১৩.৭৬ শতাংশ দর কমেছে। এই কোম্পানিটির গড়ে প্রতিদিন ৩ হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ হাজার টাকার।

লুজার তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে ডেলটা ব্র্যাক হাউজিং ১২.৩১ শতাংশ, ঢাকা ডায়িং ১০.৯৫ শতাংশ, অ্যাপেক্স ফুডে ১০.৬৫ শতাংশ, প্রাইম ফিন্যান্সে ৮.৯৩ শতাংশ, আরএন স্পিনিং মিলে ৮.৪৬ শতাংশ, আইটিসিতে ৮.২২ শতাংশ, অলটেক্সে ৭.৬৪ শতাংশ ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকে ৭.০৭ শতাংশ দর কমেছে।