English Version
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৬ ১০:২৪

সম্পদ পুনর্মূল্যায়ন করবে জাহিন স্পিনিং

নিজস্ব প্রতিবেদক
সম্পদ পুনর্মূল্যায়ন করবে জাহিন স্পিনিং

জাহিন স্পিনিং কোম্পানির সম্পদ পুনর্মূল্যায়ন করবে। গত ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে জানা যায়, পরিচালন পর্ষদ সভায় কোম্পানির স্থায়ী সম্পদ জমিসহ অন্যান্য সম্পদ পুনর্মূল্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। যোগ্য ভ্যালুয়েশন কোম্পানির মাধ্যমে এ পুনর্মূল্যায়ন করা হবে।

২০১৪ সালের শেষভাগে প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করে জাহিন স্পিনিং।