English Version
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:২০

মূলধন বাড়ানোসহ ডিভিডেন্ড ঘোষণা করেছে আইডিএলসি ফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদক
মূলধন বাড়ানোসহ ডিভিডেন্ড ঘোষণা করেছে আইডিএলসি ফাইন্যান্স

আইডিএলসি ফাইন্যান্স কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। একইসঙ্গে কোম্পানিটির অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠক ডিভিডেন্ডের  এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

জানা যায়, কোম্পানিটি ছয়শত  কোটি টাকা বাড়িয়ে অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে আইডিএলসির পরিচালনা পর্ষদ। বর্তমানে অনুমোদিত মূলধন রয়েছে ৪০০ কোটি টাকা। আগামী ৩০ মার্চ অনুষ্ঠিতব্য বার্ষিক সাধারণ সভায় এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়া হবে।

কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫.৮১ টাকা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩০.৯৭  টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। এজিএম অনুষ্ঠিত হবে সকাল ১০ টায় স্থান রেডিসন হোটেলে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ মার্চ।