English Version
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৬ ২১:৫১

পুঁজিবাজারের মূল্য সংবেদনশীল তথ্য অনলাইন পত্রিকায় প্রকাশে বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক
পুঁজিবাজারের মূল্য সংবেদনশীল তথ্য অনলাইন পত্রিকায় প্রকাশে বাধ্যতামূলক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির মূল্য সংবেদনশীল তথ্য এখন থেকে অনলাইন পত্রিকায় বিজ্ঞাপন আকারে প্রকাশ বাধ্যতামূলক। গত ১৫ ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে সরকার।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশের নতুন নীতিমালায় বলা হয়েছে, কোনো কোম্পানি মূল্য সংবেদনশীল তথ্য সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ৩০ মিনিটের মধ্যে নিয়ন্ত্রক সংস্থাকে জানাতে হবে। কোম্পানির চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা বা কোম্পানি সচিবের স্বাক্ষরে লিখিতভাবে সিদ্ধান্ত বিএসইসি ও স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে। একই সঙ্গে দু’টি দৈনিক পত্রিকা (বাংলা ও ইংরেজি) ও একটি অনলাইন পত্রিকায় প্রকাশ করতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির একাধিক সদস্য বলেন, আগে অনলাইন পত্রিকায় মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশের কোনো নীতিমালা ছিল না। নতুন নীতিমালা অনুযায়ী এখন থেকে প্রতিটি কোম্পানিকে বাধ্যতামূলকভাবে মূল্য সংবেদনশীল তথ্য অনলাইন পত্রিকায় প্রকাশ করতে হবে।