English Version
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:২৩

গেইনারের শীর্ষ সিনোবাংলা

নিজস্ব প্রতিবেদক
গেইনারের শীর্ষ সিনোবাংলা

সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ আজ টপটেন গেইনারের শীর্ষ রয়েছে। এইদিন কোম্পানির শেয়ারটির দর বেড়েছে ২.৯০ টাকা বা ৯.৮০ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ লেনদেন হয় ৩২.৫০ টাকা দরে। এদিন কোম্পানির ১৫ লাখ ১৮ হাজার ৬৭টি শেয়ার ৮৪২ বারে লেনদেন হয়।

গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জিপিএইচ ইস্পাত। আজ কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ৩ টাকা ৫ পয়সা বা ৮.০৮ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৪৬ টাকা ৮০ পয়সা দরে। আজ কোম্পানির ৯ লাখ ১৬ হাজার ৯১৮টি শেয়ার ১ হাজার ৫৬ বারে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে থাকা পিপলস ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৫ পয়সা বা ৩.১৬ শতাংশ।

এছাড়া গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জনতা ইন্স্যুরেন্স, লিগ্যাসি ফুটওয়্যার, ড্যাফোডিলস কম্পিউটার্স, আরএকে সিরামিকস, রিজেন্ট টেক্সটাইল মিলস, রিপাবলিক ইন্স্যুরেন্স এবং এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ।