English Version
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:৪৯

শেয়ারবাজারে সূচক কমেছে

নিজস্ব প্রতিবেদক
শেয়ারবাজারে সূচক কমেছে

দেশের দুই শেয়ারবাজারে সূচক কমেছে। কিন্তু সামান্য বেড়েছে লেনদেন। তবে লেনদেন চার‘শ কোটি টাকার ঘরে সীমাবদ্ধ রয়েছে। এই ধরনের লেনদেন শেয়ারবাজারের জন্য ইতিবাচক কিছু বয়ে আনবে মানতে নারাজ বাজার বোদ্ধারা।

তারা বলেন, বাজারের অবস্থা নড়বরে। এ অবস্থা বেশি দিন থাকলে বাজার প্রতি বিনিয়োগের অনাস্থা আরও বাড়বে বিনিয়োগকারীদের বলে মনে করেন।

বিনিয়োগকারীরা বলছেন, সূচক ও লেনদেনে গতিহীন হয়ে পড়েছে দেশের দুই শেয়ারবাজার। গত কয়েকদিন ধরে সূচকের সামান্য উত্থানপতনে শেষ হচ্ছে দিনের লেনদেন। ডিএসইতে আর্থিক লেনদেন সীমাবদ্ধ হয়ে পড়েছে ৩০০ থেকে ৪০০ কোটি টাকার ঘরে। একই অবস্থা সিএসইতেও। তাই এ ধরনের বাজার প্রত্যাশা করি না বলে জানান তারা।

এদিকে সোমবার ৪.৪৮ পয়েন্ট বৃদ্ধির পর মঙ্গলবার ডিএসইএক্স সূচক কমেছে ৬.১৮ পয়েন্ট। অপরদিকে সোমবার ৪৪৫ কোটি ৭৪ লাখ টাকা লেনদেনের পর মঙ্গলবার ১৫ কোটি টাকা বেড়ে লেনদেন হয়েছে ৪৬০ কোটি ৮১ লাখ টাকা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, চলতি ফেব্রুয়ারি মাসে এ পর্যন্ত ১২ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে মাত্র ১৭ পয়েন্ট। মাসের শুরুতে ডিএসইএক্স ছিল ৪৫৬০.৪২ পয়েন্ট। ১৬ ফেব্রুয়ারি মঙ্গল দিনশেষে সূচক দাঁড়িয়েছে ৪৫৭৮.৮৫ পয়েন্টে। এ সময়ে একদিন ৫ পয়েন্ট বেড়েছে তো পরদিন ৭ পয়েন্টের পতন হয়েছে। কিংবা একদিন ১০ পয়েন্ট বেড়েছে তো পরদিন ৭ পয়েন্ট কমেছে। এভাবেই চলছে গত কয়েকদিনের লেনদেন।

মঙ্গলবার লেনদেন হওয়া ৩২৩টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ১১৫টির ও অপরিবর্তিত রয়েছে ৫৪টির দর। লেনদেনের শীর্ষে রয়েছে বিএসআরএম লিমিটেড। দিনশেষে কোম্পানিটির ৩৫ কোটি ৭১ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড পাওয়ারের লেনদেন হয়েছে ২৭ কোটি ৬৮ লাখ ৬৮ হাজার টাকা।

লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- আমান ফিড, বেক্সিমকো ফার্মা, এএফসি এগ্রোবায়োটেক, স্কয়ার ফার্মা, প্রিমিয়ার সিমেন্ট, ইফাদ অটোস, এস এ পোর্ট ও অ্যাকটিভ ফাইন।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ০.৭০ পয়েন্ট কমে দিনশেষে ৮৫৮৭.৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৭ কোটি ৮৬ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির দর।