English Version
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:৫২

৩০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেবে রিলায়েন্স

নিজস্ব প্রতিবেদক
৩০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেবে রিলায়েন্স

রিলায়েন্স ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

রিলায়েন্স ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মার্চ রাজধানীর গুলশান-২ এ অবস্থিত লেক শোর হোটেলে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ মার্চ। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ৪.৬১ টাকা। শেয়ারপ্রতি সম্পদমূল্য ৬০.৪৯ টাকা ও শেয়ারপ্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ২.৮৮ টাকা।

আগের বছরও কোম্পানি ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল। ১৯৯৫ সালে রিলায়েন্স ইন্স্যুরেন্স পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।