English Version
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১০:৩৫

ড্রাগন সোয়েটারের লটারির ড্র শুরু

নিজস্ব প্রতিবেদক
ড্রাগন সোয়েটারের লটারির ড্র শুরু

ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিংয়ের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দে লটারির ড্র শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ লটারির ড্র শুরু হয়।

জানা যায়, ১৭ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহ করে ড্রাগন সোয়েটার। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ৪ কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৪০ কোটি টাকা সংগ্রহ করবে।

শেয়ারবাজার থেকে উত্তোলিত অর্থে কোম্পানিটি কারখানার যন্ত্রপাতি ও যন্ত্রাংশ ক্রয়, ভবন ও আনুষঙ্গিক নির্মাণকাজ, চলতি মূলধন যোগান দেওয়াসহ আইপিও প্রক্রিয়ায় ব্যয় নির্বাহে খরচ করবে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, ড্রাগন সোয়েটারের সর্বশেষ ২০১৪ সালে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪৮ টাকা করে। সর্বশেষ হিসাব বছর শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.৭৯ টাকায়। কোম্পানিটি ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে স্বদেশ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড।

নিম্নে লটারির ড্র-

কোড

সাধারন বিনিয়োকারী

ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারী

প্রবাসী বিনিয়োগকারী

মিউচ্যুয়ার ফান্ড

রিফান্ড