English Version
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৬ ২১:৫৬

ডরিন পাওয়ারের আইপিও আবেদনের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক
ডরিন পাওয়ারের আইপিও আবেদনের সময় বাড়ল

ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমসের আইপিও আবেদন গ্রহণের সময়সীমা আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সময় বাড়ানোর এ সিদ্ধান্ত জানিয়ে আজ সোমবার দুই স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালকে ছিঠি দিয়েছে। পাশাপাশি ডরিন পাওয়ার কোম্পানির  ইস্যুয়ার ও ইস্যু ম্যানেজমেন্টকেও জানান বিএসইসি।

উপ-পরিচালক মো. কাওসার আলী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ডরিন পাওয়ারের আইপিওর ওপর উচ্চ আদালতের দেওয়া স্থগিতাদেশের বিষয়ে চেম্বার জজের স্থগিতাদেশের ফলে আইপিও আবেদন গ্রহণে কোনো বাধা নেই। এরই প্রেক্ষিতে আইপিও আবেদন গ্রহণের সময় সীমা ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

ডরিন পাওয়ারের ইস্যু ম্যানেজার অ্যালায়েন্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম দ্যাঢাকাপোষ্ঠডটকমকে জানান, কোম্পানিটির আইপিও আবেদন সময় বাড়ানো হয়েছে। যা আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ডরিন পাওয়ারের অাইপিও আবেদন করতে পারবেন বিনিয়োগকারীরা। অবশ্য এর আগে কোম্পানিটির আইপিও আবেদনের জন্য পূর্বনির্ধারিত সময় সীমা ছিল ৮ থেকে ১৬ ফেব্রুয়ারি।