English Version
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:২১

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের আইপিও অাবেদন বুধবার

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের আইপিও অাবেদন বুধবার

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের আইপিও অাবেদন শুরু আগামী বুধবার, ১৭ ফেব্রুয়ারি। এ আবেদন চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানি সূত্র মতে, কোম্পানিটি পুঁজিবাজারে ১ কোটি ৭৭ লাখ শেয়ার ছেড়ে ১৭ কোটি ৭০ লাখ টাকা সংগ্রহ করবে। এজন্য ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে কমিশন। বিএসইসির ৫৬৪তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়।  ২০১৪ সালের ৩১ জুলাই শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৭ টাকা। নেট এসেট ভ্যালু (এনএভি) হয়েছে ১৫.৬৫ টাকা।

আইপিওর মাধ্যমে সংগ্রহ করা টাকার ১৭ কোটি ২৪ লাখ ৬৬ হাজার টাকায় মেয়াদী আমানত ও ট্রেজারি বন্ডে বিনিয়োগ করবে। এছাড়া বাকি ৪৫ লাখ ৩৪ হাজার টাকা আইপিওর কাজে ব্যয় করা হবে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।