English Version
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:০৪

আকাশ ছুয়েছে বিএসআরএম

এমএজামান
আকাশ ছুয়েছে বিএসআরএম
লেনদেনে সর্বোচ্চ দরের আকাশ ছুয়েছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম লিমিটেড)। এই ধরনের দর বাড়ার পেছনে ভাল কিছু প্রত্যাশ করাটা বোকামি বলে মনে করেন বাজার বোদ্ধারা।
 
তারা বলেন, ডিভিডেন্ডকে কেন্দ্র করে এই ধরনের দর বাড়া শেয়ারবাজারের জন্য ইতিবাচক নয়। মাত্র ‍তিন কার্যদিবসে বিএসআরএমের শেয়ার দর বেড়েছে ৫৩ টাকা। এসময়ে কোম্পানিটির ১১৬ টাকা দরের শেয়ার বেড়ে আজ সোমবার দাড়িয়েছে ১৬৯ টাকায়। ফলে আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। যা কোম্পানিটি তালিকাভুক্তির পর সর্বোচ্চ দর হিসেবে গন্য হয়েছে আজ। অার তালিকাভুক্তির পর এ কোম্পানিটির শেয়ার দর সর্বনিম্ন ছিল ৪৭.১০ টাকা। তাই বিনিয়োগ করার ক্ষেত্রে ঝুকি নিন। কিন্তু সহশীল ঝুকি অাপনার বিনিয়োগকে নিরাপদ রাখবে। আর অতিরিক্ত ঝুকি বরাবরই আপনার বিনিয়োগ ক্ষতির মধ্যে রবে বলে মনে করেন তারা।

তথ্যানুযায়ী, আগের কার্যদিবস তুলনায় আজ সোমবার কোম্পানিটির শেয়ার দর ৯.৭১ শতাংশ দর বেড়েছে। এসময় কোম্পানিটির ২৬ লাখ ৫৮ হাজার ৬৪৯টি শেয়ার ৩ হাজার ৮৬১ বার হাতবদল হযেছে। ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড প্রদান করেছে।

এদিকে, সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ৮২ কোটি ৭৬ লাখ ৭০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় হয়েছে ৪.৭৮ টাকা। এদিকে, সমাপ্ত অর্থ বছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ৫৫.২৮ টাকা ও নিট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে (-) ১০.১৬ টাকা।