English Version
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:৩৩

ঢাকা ডায়িংয়ের রাইট শেয়ার ইস্যু নাকচ

নিজস্ব প্রতিবেদক
ঢাকা ডায়িংয়ের রাইট শেয়ার ইস্যু নাকচ
ঢাকা ডায়িংয়ের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব নাকচ করে দিয়েছে বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সিকিউরিটিজ রুলস, ২০০৬ এর ৩ (ই) ধারা পরিপালনে ব্যর্থ হওয়ায় কোম্পানটির রাইট ইস্যুর প্রস্তাব নাকচ করে দিয়েছে এ কমিশন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ২০১৫ সালের ২ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১.৫ রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব গৃহীত হয়। প্রতিটি রাইট শেয়ারের বরাদ্দ মূল্য ধরা হয় ১০ টাকা। ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) রাইট শেয়ার ইস্যুর প্রস্তাবে সাধারণ বিনিয়োগকারীরা সম্মতিও দেন। কিন্তু যথাযথভাবে আইনের পরিপালন না হওয়ায় রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব নাকচ করে দিয়েছে বিএসইসি।