English Version
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:২৭

সাইফ- আরটিজি‘র চুক্তি

অনলাইন ডেস্ক
সাইফ- আরটিজি‘র চুক্তি
সাইফ পাওয়ারটেকের সঙ্গে চট্টগ্রাম বন্দরের রাবার টায়ার জেনট্রি (আরটিজি) ক্রেন মেরামতের জন্য একটি নতুন চুক্তিতে সই হয়েছে । ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়। এ চুক্তির আওতায় চট্টগ্রাম বন্দরের জেড পিএমসি ব্র্যান্ডের ৩টি আরটিজি ক্রেন রক্ষণাবেক্ষণ ও মেরামত করবে সাইফ পাওয়ারটেক। ছয় বছর মেয়াদে এই চুক্তির অধীনে সাইফ পাওয়ারটেকের আয় হবে ২৯ কোটি ৯৯ লাখ ৬৪ হাজার টাকা।