English Version
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:৫২

পুঁজিবাজারে ব্যাং‌কগু‌লোর বি‌নি‌য়োগ সীমার মেয়াদ বাড়া‌নোর আশ্বাস: বা‌ণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
পুঁজিবাজারে ব্যাং‌কগু‌লোর বি‌নি‌য়োগ সীমার মেয়াদ বাড়া‌নোর আশ্বাস: বা‌ণিজ্যমন্ত্রী

পুঁজিবাজারে ব্যাং‌কগু‌লোর অ‌তি‌রিক্ত বি‌নি‌য়োগ সমন্ব‌য়সীমার মেয়াদ বাড়া‌নোর আশ্বাস দিয়েছেন বা‌ণিজ্যমন্ত্রী তোফা‌য়েল আহমেদ। বাণিজ্য মন্ত্রণাল‌য়ে রোববার দুপুরে ‘বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এ্সোসিয়েশনের (বিএমবিএ) নব‌নির্বা‌চিত সদস্যদের স‌ঙ্গে ‌সৌজন্য সাক্ষাতকালে মন্ত্রী এ আশ্বাস দেন।

সৌজন্য সাক্ষাত শেষে বেরিয়ে যাওয়ার সময় বিএম‌বিএ'র সভাপ‌তি ও ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক সায়েদুর রহমান ব‌লেন, ব্যাং‌কগু‌লোর অ‌তি‌রিক্ত বি‌নি‌য়োগ সমন্ব‌য় সীমার মেয়াদ বাড়া‌নোর বিষ‌য়ে বাণিজ্যমন্ত্রী আমা‌দের‌ আশ্বস্ত ক‌রে‌ছেন।

তি‌নি ব‌লেন, বিষয়টি নিয়ে আলোচনাকালে ব্যাংক ও আ‌র্থিক প্র‌তিষ্ঠা‌নের স‌চিব ড. এম আসলাম আলমের বরাত দিয়ে মন্ত্রী জানান, বিষয়‌টি নি‌য়ে কাজ চল‌ছে। শিগগিরই এ সমস্যার সমাধান হ‌বে।

বা‌ণিজ্যমন্ত্রীর স‌ঙ্গে সাক্ষাৎকা‌লে বিএম‌বিএ'র মহাস‌চিব খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, সহ-সভাপতি মোস্তফা কামাল, কোষাধ্যক্ষ খন্দকার কায়েস হাসান, সদস্য ড. মোশাররফ হোসেন এফসিএ, এএফসি ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব হোসেন মজুমদার, সিটিজেন সিকিউরিটিজ এন্ড ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা তাহিদ আহমেদ চৌধুরী ও এআইবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সারোয়ার ভুঁইয়া উপ‌স্থিত ছিলেন।