জিপিএইচের রাইট শেয়ার আবেদন শুরু ১৭ এপ্রিল

আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাতের রাইট শেয়ারের আবেদন। ১২ মে পর্যন্ত রাইট শেয়ারে আবেদন করতে পারবেন বিনিয়োগকারীরা। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
এদিকে রাইট শেয়ারের জন্য আগামী ৮ মার্চ রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। ৮ মার্চে যেসব বিনিয়োগকারীর হাতে কোম্পানিটির শেয়ার থাকবে তারাই কেবল রাইট শেয়ারের জন্য আবেদন করতে পারবেন।
গত ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কমিশন সভায় জিপিএইচ ইস্পাতের আবেদনের প্রেক্ষিতে (২:৩) হারে অর্থাৎ দুটি সাধারণ শেয়ারের বিপরীতে ৩টি রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দেওয়া হয়। এর ফলে কোম্পানিটি ১৮ কোটি ৭১ লাখ ১০ হাজার সাধারণ শেয়ার ইস্যু করবে। প্রতিটি শেয়ারের জন্য ৪ টাকা প্রিমিয়াম নেওয়া হবে। এ হিসাবে প্রতিটি শেয়ারের বরাদ্দ মূল্য হবে ১৪ টাকা।
বরাদ্দ মূল্যে জিপিএইচ ইস্পাত পুঁজিবাজার থেকে ২৬১ কোটি ৯৫ লাখ ৪০ হাজার টাকা সংগ্রহ করবে। কোম্পানির উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে এ অর্থ ব্যয় করা হবে।
এদিকে, রাইট শেয়ার ইস্যু করার অনুমোদন পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত। গত মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৬৬ তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
তথ্য মতে, রাইট শেয়ারের ডকুমেন্ট অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাড়িয়েছে ১৫.৯৯ টাকা। এছাড়া প্রহেলা মে ২০১৪ থেকে ৩১ জানুয়ারী ২০১৫ পর্যন্ত (৩ প্রান্তিকে) শেয়ারপ্রতি আয় দেখিয়েছে ১.৯৪ টাকা। এ রাইটের ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে ব্যাংকো ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট এবং লংকাবাংলা ইনভেস্টমেন্ট।
রাইট শেয়ারের মাধ্যমে সংগ্রহ করা অর্থ কোম্পানির উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহার করা হবে। কোম্পানিটি বর্তমানে বছরে ১ লাখ ৬৮ হাজার মেট্রিক টন বার ও ১ লাখ ২০ হাজার টন রড উৎপাদন করে। সম্প্রসারণের পর বার উৎপাদনের ক্ষমতা বেড়ে হবে ৮ লাখ ৪০ হাজার টন এবং রড উৎপাদন ক্ষমতা বেড়ে ৬ লাখ ৪০ হাজার টন হবে।