English Version
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:১৮

আইসিএমএবি’র নতুন প্রেসিডেন্ট আরিফ খান

নিজস্ব প্রতিবেদক
আইসিএমএবি’র নতুন প্রেসিডেন্ট আরিফ খান

দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন আরিফ খান। প্রতিষ্ঠানটির মঙ্গলবারের কাউন্সিল সভায় আরিফ খান প্রেসিডেন্ট নির্বাচিত হন।

প্রতিষ্ঠানটির বিদায়ী প্রেসিডেন্ট শায়খুল ইসলাম বলেন, আরিফ খান এক বছর অর্থাৎ ২০১৬ সালের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ভাইস প্রেসিডেন্ট হিসেবে মমতাজ উদ্দিন আহমেদ ও জামাল আহমেদ চৌধুরী নির্বাচিত হয়েছেন। পাশাপাশি  সচিব হিসেবে আব্দুর রহমান খান এবং ট্রেজারার হিসেবে ড. স্বপন কুমার বালা নির্বাচিত হয়েছেন।

এর আগে আরিফ খান গনমাধ্যমে জানান, অনেক দিন ধরে স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন। এসময়ে বিএসইসি চেয়ারম্যানকে শারীরিক সমস্যার কথা জানিয়ে কমিশনার পদ থেকে অব্যাহতিও চান। এর ফলে ২৭শে জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন তিনি।

মন্ত্রণালয় সূত্রে, আরিফ খানের পদত্যাগপত্র মন্ত্রণালয় গ্রহণ করেছে। ১ ফেব্রুয়ারি থেকে তা কার্যকর করা হয়েছে। পুঁজিবাজার মহা ধসের পর সরকারের নির্দেশে বিএসইসি পুনর্গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় ২০১১ সালের ৩০ মে বিএসইসির কমিশনার হিসেবে চুক্তিভিত্তিক তিন বছরের জন্য কাজে যোগদান করেন আরিফ খান।

পরবর্তীতে ২০১৪ সালের ১৭ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে আরিফ খানের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ পরবর্তী চার বছর বাড়ানো হয়। সে হিসাবে তার চুক্তিভিত্তিক মেয়াদ ছিল আরও ২ বছর ৪ মাস।