English Version
আপডেট : ৯ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:০৪
সিকিউরিটিজ আইন লঙ্ঘন দায়ে

ফনিক্স ইন্স্যুরেন্সের প্রত্যেক পরিচালককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
ফনিক্স ইন্স্যুরেন্সের প্রত্যেক পরিচালককে জরিমানা

সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে বীমা খাতের ফনিক্স ইন্স্যুরেন্স কোম্পানির প্রত্যেক পরিচালককে ২ লাখ টাকা করে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার অনুষ্ঠিত কমিশনের ৫৬৬তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিএসইসির নিবার্হী পরিচালক এম সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ সেপ্টেম্বর ২০১২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষিত আর্থিক বিবরণীতে অসত্য তথ্য উপস্থাপন করে। ফলে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) অতিমূল্যায়িত হয়েছে। আর কোম্পানির এ ধরণের কর্মকান্ডের মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ১৮ ধারার লঙ্ঘন।

তাই উক্ত সিকিউরিটিজ আইন লঙ্ঘনের কারণে ফিনিক্স ইন্স্যুরেন্সের প্রত্যেক পরিচালককে ২ লাখ করে জরিমানা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে স্বতন্ত্র পরিচালকদের ওপরে এই জরিমানা করা হয়নি।