English Version
আপডেট : ৯ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:৫২

ডরিনের আইপিও কার্যক্রম স্থগিত

এমএজামান
ডরিনের আইপিও কার্যক্রম স্থগিত

ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমসের প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) কার্যক্রম স্থগিত করেছে আদালত। পাশাপাশি কোম্পানিটির আইপিও কার্যক্রম আগামী ৬ মাসের জন্য স্থগিত আদেশ দিয়েছেন । মঙ্গলবার দুপুরে এই মামলার শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী এবং  মো: খসরুজ্জামানের বেঞ্চ এ আদেশ দেন।

এ প্রসংঙ্গে বাদী পক্ষের আইনজীবী তৌফিকুল ইসলাম দ্যাঢাকাপোষ্ঠডটকমকে জানান,ডরিন কোম্পানিটি বিপুল পরিমাণ ঋণে জর্জরিত। পাবলিকের টাকা দিয়ে ঋণ পরিশোধ করতে পারেন না বলে মনে করেন বিনিয়োগকারীরা।

তার উপর অতিরিক্ত প্রিমিয়াম নিচ্ছে। তাই বিনিয়োগকারীদের স্বার্থেরক্ষাসহ পুঁজিবাজারের উন্নয়নে  ডরিন পাওয়ারের এ ধরনের অপতৎপরতা বন্ধ করতে আইপিও কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেছেন উচ্চ আদালত বলে জানান তিনি।

এদিকে, গত ৩০ নভেম্বর  ডরিন পাওয়ার আইপিও‘র মাধ্যমে পুঁজিবাজারে ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ৫৮ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আর এ কোম্পানির আইপিও কার্যক্রম স্থগিত করতে গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) হাইকোর্টে রিট করেন বেশকিছু বিনিয়োগরী।