English Version
আপডেট : ৯ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:২৩

জিপিএইচ রাইট শেয়ার ছেড়ে সংগ্রহ করবে ২৬২ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
জিপিএইচ রাইট শেয়ার  ছেড়ে সংগ্রহ করবে ২৬২ কোটি টাকা

রাইট শেয়ার ইস্যু করার অনুমোদন পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত। ফলে কোম্পানিটি ১৮ কোটি ৭১ লাখ ১০ হাজার শেয়ার ছেড়ে ২৬১ কোটি ৯৫ লাখ ৪০ হাজার টাকা পুঁজিবাজার থেকে উত্তোলন করবে।

মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৬৬ তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিএসইসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

তথ্য মতে, ৪ টাকা প্রিমিয়াম সহ ১৪ টাকা ইস্যু মূল্যে ২:৩ অনুপাতে রাইট শেয়ারের অনুমোদন পায়। অথ্যাৎ বিদ্যমান ২টি শেয়ারের বিপরীতে ৩টি শেয়ার পাবেন বিনিয়োগকারীরা।  রাইট শেয়ারের ডকুমেন্ট অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাড়িয়েছে ১৫.৯৯ টাকা।

এছাড়া প্রহেলা মে ২০১৪ থেকে ৩১ জানুয়ারী ২০১৫ পর্যন্ত (৩ প্রান্তিকে) শেয়ারপ্রতি আয় দেখিয়েছে ১.৯৪ টাকা। এ রাইটের ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে ব্যাংকো ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট এবং লংকাবাংলা ইনভেস্টমেন্ট।

রাইট শেয়ারের মাধ্যমে সংগ্রহ করা অর্থ কোম্পানির উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহার করা হবে। কোম্পানিটি বর্তমানে বছরে ১ লাখ ৬৮ হাজার মেট্রিক টন বার ও ১ লাখ ২০ হাজার টন রড উৎপাদন করে। সম্প্রসারণের পর বার উৎপাদনের ক্ষমতা বেড়ে হবে ৮ লাখ ৪০ হাজার টন এবং রড উৎপাদন ক্ষমতা বেড়ে ৬ লাখ ৪০ হাজার টন হবে।