English Version
আপডেট : ৯ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:০৫

সিটি ব্যাংকে বিনিয়োগ করবে আইএফসি

নিজস্ব প্রতিবেদক
সিটি ব্যাংকে বিনিয়োগ করবে আইএফসি

সিটি ব্যাংকে ১৩২ কোটি টাকার  শেয়ার ক্রয়ের মাধ্যমে  বিনিয়োগ করবে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)।  ঢাকা এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, এ জন্যসিটি  ব্যাংক নতুন করে ৪ কোটি ৬৫ লাখ ২৩১টি শেয়ার ইস্যু করবে। ইস্যুকৃত শেয়ার প্রতি ১৮.৩০ টাকা প্রিমিয়াম ধরা হয়েছে। সেই হিসেবে ২৮.৩০ টাকা দরে শেয়ার ক্রয় করবে আইএফসি। তাই শেয়ার ক্রয়ে মাধ্যমে বিনিয়োগ ফলে সিটি ব্যাংকের ৫ শতাংশ শেয়ারের মালিকনা পাবে আইএফসি।

কোম্পানি সূত্রে মতে, বিনিয়োগের বিষয়টি বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ব্যাংকের সাধারণ শেয়ারহোল্ডারসহ অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে। এছাড়া সিটি ব্যাংক সাধারণ শেয়ারে রূপান্তরযোগ্য ২ কোটি মার্কিন ডলার যা বাংলদেশী মুদ্রায় প্রায় ১৬০ কোটি টাকা (প্রতি ডলার ৮০ টাকা হিসাবে) আইএফসির কাছ থেকে ঋণ হিসাবে গ্রহণ করবে।

৬ মাসের লাইবর (লন্ডন ইন্টারন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ রেট)এর চেয়ে ২.৭৫ শতাংশ বেশি হারে এ সুদের হার কার্যকর হবে। ৩ বছরের মধ্যে সুদসহ ঋণের টাকা পরিশোধ করবে সিটি ব্যাংক। তবে ঋণের এ টাকা পুরোপুরি ব্যাংকের সাধারণ শেয়ারে রূপান্তর করতে পারবে আইএফসি। এক্ষেত্রেও প্রতিটি রূপান্তরযোগ্য প্রতিটি শেয়ারের দর হবে ২৮.৩০ টাকা।

এদিকে ব্যাংকের পরিচালনা পর্ষদের এসব সিদ্ধান্ত কার্যকরে সংঘস্মারক ও সংঘবিধিতে প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে। সংশোধনীসহ পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত বাস্তবায়নে সাধারণ শেয়ারহোল্ডারদের অনুমোদনে বিশেষ সাধারণ সভা আহ্বান করেছে ব্যাংকের পরিচালনা পর্ষদ। আগামী ২৪ মার্চ ইজিএম অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ মার্চ। তবে ইজিএমের ভেন্যু এবং সময়সূচীর তথ্য জানানো হয়নি।