English Version
আপডেট : ৯ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:৪১

পুঁজিবাজার আগ্রহীদের প্রশিক্ষণ দেবে সিএনই

নিজস্ব প্রতিবেদক
পুঁজিবাজার আগ্রহীদের প্রশিক্ষণ দেবে সিএনই

পুঁজিবাজার বিষয়ে আগ্রহীদের তিন দিনব্যাপি প্রশিক্ষণ কর্মসূচী আয়োজন করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। ২০ ফেব্রুয়ারি চট্টগ্রামে, ২৭ ফেব্রুয়ারি ঢাকায় ও ২৯ ফেব্রুয়ারি সিলেটে এ প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হবে। সিএসই’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কোম্পানির আর্থিক প্রতিবেদন বিশ্লেষণসহ শেয়ারবাজারের বুনিয়াদি প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া খাত ভিত্তিক কোম্পানিতে বিনিয়োগের সম্ভাবনা ও ঝুঁকিও প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণে অংশগ্রহণে রেজিষ্ট্রেশনসহ প্রশিক্ষণের বিষয়ে বিস্তারিত জানতে সিএসইর ওয়েব সাইট ভিজিট পাওয়া যাবে। এখানে সিএসই’র অথরাইজড রিপ্রেজেটেনটিভ, বিনিয়োগকারী ও পেশাজীবিরা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবে।

প্রশিক্ষণ কর্মসূচী পরিচালনা করবেন আইডিএলসি ইনভেষ্টমেন্টস লিমিটেডের রিসার্চ টিমের প্রধান শেখ মালিক আল-রাজী, লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের রিসার্চ বিভাগের প্রধান মোঃ মাহফুজুর রহমান ও লন্ডন ভিত্তিক বুটিক ইনভেষ্টমেন্ট ব্যাংকের ইকুয়িটি এনালিস্ট ও বাংলাদেশী অংশীদার আসিফ খান।