English Version
আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:৩৭

ডিএসইতে দর বাড়ার শীর্ষে রয়েছে কোহিনুর

নিজস্ব প্রতিবেদক
ডিএসইতে দর বাড়ার শীর্ষে রয়েছে কোহিনুর

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বাড়ার শীর্ষে রয়েছে কোহিনুর কেমিক্যালের শেয়ার। এদিন অাগের কার্ষদিবস তুলনায় কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৮.৭৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার কোহিনুর কেমিক্যালের শেয়ারের সবশেষ দর ছিল ৩৬১.৬ টাকা। অাজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী দর গিয়ে দাঁড়িয়েছে ৩৯৩.২ টাকায়। দিনের মধ্যে কোম্পানিটির শেয়ারের দর ওঠানামান ছিল ৩৬১.২ টাকা থেকে ৩৯৩.২ টাকা।

দর বৃদ্ধির শীর্ষে থাকা অপর ইস্যুগুলোর মধ্যে- লিব্রা ইনফিউশন্সের ৮.৭৪ শতাংশ, এনটিসি’র ৭.৫০ শতাংশ, মুন্নু স্টাফলারের ৭.২৫ শতাংশ, স্টাইল ক্রাফটের ৬.২৫ শতাংশ, জেমীনি সী ফুডের ৫.১২ শতাংশ, এপেক্স ফুডসের ৫.০৯ শতাংশ, বিডিকমের ৪.১৩ শতাংশ, শাহাজীবাজার পাওয়ার ৩.৭১ শতাংশ, এটলাস বাংলাদেশের ৩.৫৪ শতাংশ দর বেড়েছে।

দর বৃদ্ধির এ তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত ও সার্কিট ব্রেকারের বাইরে থাকা কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।