English Version
আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:২৪

জিপি আরও ৬০ শতাংশ ডিভিডেন্ড দিবে

নিজস্ব প্রতিবেদক
জিপি আরও ৬০ শতাংশ ডিভিডেন্ড দিবে

গ্রামীণ ফোনের (জিপি) বিনিয়োগকারীদের জন্য আরও ৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর ফলে ২০১৫ সালের ৩১ ডিসেম্বরে সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ঘোষিত ডিভিডেন্ড পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ১৪০ শতাংশ। ডিএসই সূত্রে এতথ্যজানাগেছে।

এর আগে কোম্পানিটি অন্তর্বর্তীকালীন ৮০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করা হয়েছে। জিপি পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৫ সালে করপরবর্তী আয়ের ৯৫ শতাংশই নগদ ডিভিডেন্ড হিসাবে ঘোষণা করা হয়েছে।

এদিকে জিপি’র বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ এপ্রিল রাজধানীর খিলক্ষেতে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ ফেব্রুয়ারি।

২০১৫ সালের ৩১ ডিসেম্বরে সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১৪.৫৯ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য ২২.৬৮ টাকা ও শেয়ারপ্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ২৮.৭৩ টাকা। আগের বছর কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছিল ১৪.৬৭ টাকা ও শেয়ারপ্রতি সম্পদ মূল্য ছিল ২৩.২৩ টাকা।