English Version
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:৫৮

লুজারের শীর্ষে রয়েছে ম্যাকসন্স

নিজস্ব প্রতিবেদক
লুজারের শীর্ষে রয়েছে ম্যাকসন্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লুজারের শীর্যে রয়েছে ম্যাকসন্স স্পিনিংয়ের শেয়ার। আগের কার্যএদিবস তুলনায় এদিন কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২০.৯৩ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ম্যাকসন্স স্পিনিংয়ের শেয়ারের সমাপনী মূল্য ছিল ৮.৬ টাকা। রোববারের লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ৬.৮ টাকায়। দিনের মধ্যে কোম্পানিটির শেয়ারের ওঠানামা করেছে ৬.৫ টাকা থেকে ৭.৯ টাকা।

দর হারানোর শীর্ষে থাকা অপর ইস্যুগুলোর মধ্যে— এপেক্স ফুডস ৪.৮৪ শতাংশ, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৪.৫৫ শতাংশ, ডেফোডিল কম্পিউটার ৪.৪১ শতাংশ, অলটেক্স ইন্ডাস্ট্রিজ ৪.০৭ শতাংশ, বিডি অটোকারস ৪.০৪ শতাংশ, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান ৩.৬৪ শতাংশ, রহিম টেক্সটাইল ৩.৪০ শতাংশ, জনতা ইন্স্যুরেন্স ৩.৩৯ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স ৩.২৩ শতাংশ করে দর কমেছে।

দর হারানোর তালিকায় সব ক্যাটাগরির কোম্পানিকে বিবেচনায় নেওয়া হয়েছে।