দেড় মাসের সর্বনিম্ন লেনদেন অাজ

চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেন কমেছে। বৃহস্পতিবারের তুলনায় আজ ডিএসইতে ২৪ কোটি টাকা কম লেনদেন হয়েছে। অাজ ডিএসইতে লেনদেন হযেছে ৩৪২ কোটি। যা গত দেড় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হিসেবে গন্য। এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর সর্বনিম্ন ২৮৬ কোটি টাকা লেনদেন হয়েছিল।
পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের শুরুতে শেয়ারবাজারে লেনদেনে কিছুটা গতির সঞ্চার ঘটে। মাত্র কয়েক দিনের ব্যবধানে ৩০০ কোটি টাকার ঘর থেকে জানুয়ারির মাঝামাঝিতে লেনদেন ৭০০ কোটি টাকার ঘরে উন্নীত হয়। কিন্তু তারপরই লেনদেনে বড় ধরনের ছন্দপতন ঘটে বাজারে। ফের লেনদেন নেমে এসেছে ৩০০ কোটি টাকার ঘরে। দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের পরিমাণ কমছে।
সংশ্লিষ্টরা মতে, বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমে যাওয়ার কারণেই বাজারে লেনদেনের পরিমাণ কমছে। আর এ জন্য আস্থার সংকটই প্রধান কারণ। এ ছাড়া বুক বিল্ডিং পদ্ধতিতে একমি ল্যাবরেটরিজের বিডিং প্রক্রিয়ায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ এবং আগামীকাল ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ডরিন পাওয়ারের আইপিওর জন্যও বাজারে লেনদেন কমছে বলে অনেকে মনে করছেন।
এদিকে সূচকের সামান্য উত্থানে শেষ হয়েছে সপ্তাহের প্রথম দিনের লেনদেন। প্রায় সমসংখ্যক কোম্পানির শেয়ারের দর বাড়া ও কমার মধ্য দিয়ে দিনশেষে ডিএসইএক্স বেড়েছে ৯.৩৭ পয়েন্ট। দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৫৮০.৪৯ পয়েন্টে। লেনদেনে অংশ নেওয়া ৩১৭টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ১৩২টির ও অপরিবর্তিত রয়েছে ৪৮টির দর।
লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো ফার্মা। দিনশেষে কোম্পানিটির ২৫ কোটি ১ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা এসিআই লেনদেন হয়েছে ১১ কোটি ৯৭ লাখ ১ হাজার টাকা।
লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে— স্কয়ার ফার্মা, বেক্সিমকো, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল নেটওয়ার্ক, এমারল্ড অয়েল, সিটি ব্যাংক, ম্যাকসন্স স্পিনিং, বিকন ফার্মা, আরএকে সিরামিকস।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ৯.৪৯ পয়েন্ট বেড়ে দিনশেষে ৮৫৫৯.৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৪ কোটি ৪০ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দর।