English Version
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১৩:৫৭
বিদায়ী সপ্তাহে

ডিএসইতে লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক
ডিএসইতে লেনদেন কমেছে

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে। আগের সপ্তাহের তুলনায় গেল সপ্তাহে ডিএসইতে শেয়ার লেনদেন কমেছে ৯৫ কোটি টাকার। ডিএসই’র সূত্রে এ তথ্য জানা যায়।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ২ হাজার ৫৭ কোটি ৯ লাখ টাকার। যা আগের সপ্তাহে শেয়ার লেনদেন হয়েছিল ২ হাজার ১৫২ কোটি ২৪ লাখ টাকার। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯১.৮০ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ২.৭৬ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৪.৩২ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১.১২ শতাংশ।

এদিকে, ডিএসইএক্স সূচক কমেছে  দশমিক ০৫ শতাংশ বা ২.৪৭ পয়েন্ট। শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে দশমিক ৫২ শতাংশ বা ৫.৭২ পয়েন্টে। সপ্তাহের ব্যবধানে ডিএস৩০ সূচক বেড়েছে দশমিক ৭৮ শতাংশ বা ১৩.৫৭ পয়েন্ট। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৪টি কোম্পানির। আর দর কমেছে ২২১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির। আর লেনদেন হয়নি ৩টি কোম্পানির শেয়ার।