English Version
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১৩:৪২

লেনদেনের শীর্ষে স্কয়ার

নিজস্ব প্রতিবেদক
লেনদেনের শীর্ষে স্কয়ার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে লেনদেনের শীর্ষে ছিল স্কয়ার ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩২ লাখ ৫ হাজার ১৬১টি শেয়ার ৮৪ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকায় লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, সপ্তাহজুড়ে স্কয়ার ফার্মা ৩২ লাখ ৫ হাজার ১৬১টি শেয়ার ৮৪ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকায় লেনদেন হয়েছে। আলোচিত সপ্তাহে কোম্পানির শেয়ারটির দর ৩.৫৪ শতাংশ বেড়েছে। শেষ কার্যদিবসে শেয়ারটির সর্বশেষ লেনদেন হয় ২৬৩ টাকায়।

লেনদেনের দ্বিতীয় স্থানে ছিল সিটি ব্যাংক। সপ্তাহে কোম্পানিটির ৩ কোটি ১৫ লাখ ৮১ হাজার ৮৩৪টি শেয়ার ৭৪ কোটি ৩৭ লাখ ১৪ হাজার টাকায় লেনদেন হয়েছে। গেল সপ্তাহে কোম্পানির শেয়ারটির দর ৪.৯৫ শতাংশ কমেছে। লেনদেনের তৃতীয় স্থানে ছিল বেক্সিমকো ফার্মা। সপ্তাহজুড়ে ৭২ লাখ ৬১ হাজার ৪৪টি শেয়ার ৬৪ কোটি ২৩ লাখ ৪২ হাজার টাকায় লেনদেন করেছে।

এছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাপেলো ইস্পাত, আইটি কনসালটেন্টস, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আরএকে সিরামিক ও ইমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ।