English Version
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:১৫

শেয়ারবাজারে সূচকসহ লেনদেন কমেছে

অনলাইন ডেস্ক
শেয়ারবাজারে সূচকসহ লেনদেন কমেছে

আজ দেশের উভয় শেয়ারবাজারে সূচকসহ লেনদেনের পরিমাণ কমেছে। এদিনে ডিএসই সূচক কমেছে ১৭.৭৬ পয়েন্ট। দিন শেষে সূচক দাড়িয়েছে ৪৫৭৩ পয়েন্ট। বুধবার এদিনে লেনদেন হযেছে ৪১৪ কোটি ৬২ লাখ টাকা। যা অাগের কার্যদিবস থেকে লেনদেন কমেছে ৯৫ কোটি ১১ লাখ টাকা।

এদিকে সিএসইতে সূচক কমেছে ২৯.৭৯ পয়েন্ট। দিন শেষে সূচক দাড়িয়েছে ৮৫৬২ পয়েন্ট। বুধবার এদিনে লেনদেন হযেছে ২৮ কোটি ৪১ লাখ টাকা। যা অাগের কার্যদিবস থেকে লেনদেন কমেছে ২ কোটি ৪৩ লাখ টাকা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার বেশির ভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। ডিএসইতে বুধবার লেনদেন হওয়া ৩২৪টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ২১৩টির ও অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৫০৯ কোটি ৭৩ লাখ টাকা। যা বুধবার ৯৫ কোটি ১১ লাখ টাকা কমে হয়েছে ৪১৪ কোটি ৬৩ লাখ টাকায়।

বুধবার ডিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে সিটি ব্যাংকের শেয়ার। এ দিন কোম্পানিটির ৩১ কোটি ৮৮ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মার লেনদেন হয়েছে ১৬ কোটি ৫ লাখ টাকা। ১৩ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে এসিআই।

লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে অলিম্পিক, বেক্সিমকো ফার্মা, শাহজিবাজার পাওয়ার, আইটি কনসালটেন্টস, এপেক্স ফুডস, ইউনাইটেড পাওয়ার, অলটেক্স ইন্ডাষ্ট্রিজ।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ২৯.৮০ পয়েন্ট কমে ৮৫৬২.০২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৮ কোটি ৪২ লাখ টাকা। লেনদেন হওয়া ২৪৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর।