প্রত্যেক পরিচালককে ২ লাখ টাকা করে জরিমানা: বিএসইসি

অনিয়মের দায়ে আমাম সি ফুড ইন্ডাস্ট্রিজ ও ঢাকা ফিশারিজের প্রত্যেক পরিচালককে ২ লাখ টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সেই সঙ্গে প্রতিবেদনগুলো বিএসইসিতে জমা না দেওয়া পর্যন্ত কোম্পানিকে প্রতিদিনের জন্য ১০ হাজার টাকা করে জরিমানা গুনতে হবে।
বিএসইসির ৫৬৫ তম সভায় গত মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমাম সি ফুড ইন্ডাস্ট্রিজ ২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়েছে। যা সিকিউরিটিজ এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল ১২ এর লঙ্ঘন।
একইভাবে ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের সমাপ্ত অর্ধবার্ষিক প্রতিবেদন এবং ২০১৫ সালের ৩১ মার্চ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়েছে কোম্পানিটি। যা সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস ১৯৮৭ এর রুল ১৩ এবং কমিশনের নোটিফিকেশন নং–এসইসি/ সিএমআরআরসিডি/২০০৮-১৮৩/এ্যাডমিন/০৩-৩১, সেপ্টেম্বর ২৭, ২০০৯ এর লঙ্ঘন।
এসব অনিয়মের জন্য বিএসইসি আমাম সি ফুড ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে ২ লাখ টাকা করে জরিমানা করার করার সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে প্রতিবেদনগুলো বিএসইসিতে জমা না দেওয়া পর্যন্ত প্রতিদিনের জন্য ১০ হাজার টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আমাম সি ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মতো একই ধরনের অনিয়ম করেছে ঢাকা ফিশারিজ লিমিটেড। এ জন্য এই প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে ২ লাখ টাকা করে জরিমানা করার করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। সেই সঙ্গে আমাম সি ফুডের মতো প্রতিবেদনগুলো বিএসইসিতে জমা না দেওয়া পর্যন্ত প্রতিদিনের জন্য ১০ হাজার টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএসইসি জানিয়েছে, ঢাকা ফিশারিজ লিমিডেট ২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা দিতে পারেনি। যা সিকিউরিটিজ এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল ১২ এর লঙ্ঘন।
একইভাবে ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের সমাপ্ত অর্ধবার্ষিক প্রতিবেদনএবং ২০১৫ সালের ৩১ মার্চ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়েছে কোম্পানিটি। যা সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস ১৯৮৭ এর রুল ১৩ এবং কমিশনের নোটিফিকেশন নং–এসইসি/ সিএমআরআরসিডি/২০০৮-১৮৩/এ্যাডমিন/০৩-৩১, সেপ্টেম্বর ২৭, ২০০৯ এর লঙ্ঘন। এ জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ সদস্যদের জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।