English Version
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:৪৮

পুঁজিবাজার উন্নয়নে যৌথভাবে কাজ করবে: সায়েদুর

নিজস্ব প্রতিবেদক
পুঁজিবাজার উন্নয়নে যৌথভাবে কাজ করবে: সায়েদুর

পুঁজিবাজারের উন্নয়নে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ও ইবিএল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. সায়েদুর রহমান।

সোমবার বাজারের করণীয় নির্ধারণে আইসিবির উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা।

বৈঠকে উপস্থিত ছিলেন শীর্ষ প্রতিষ্ঠাগুলোর প্রধান নির্বাহী। পাশাপাশি সবাই পুঁজিবাজার উন্নয়নে আইসিবির নেতৃত্বে কাজ করার প্রতিশ্রুতি দেন।

বৈঠক শেষে সায়েদুর রহমান বলেন, বাজার পরিস্থিতি নিয়ে উভয়পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। উভয়পক্ষ মনে করে, দেশের বাজারে নেতিবাচক কোনো বিষয় নেই। অন্যদিকে আমানতের বিপরীতে ব্যাংকের সুদের হার কমানো হয়েছে। ফলে বিনিয়োগের বিকল্প খুঁজছে সবাই। এতে পুঁজিবাজারে বিনিয়োগ আরও বাড়তে পারে। আগামী দিনে পুঁজিবাজারে সুবাতাস আসতে পারে বলে মনে করেন তিনি।