English Version
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:০২

পুঁজিবাজারে ব্যাংক বীমাসহ ১৭১ কোম্পানির সমাপ্ত বছর শেষ

নিজস্ব প্রতিবেদক
পুঁজিবাজারে ব্যাংক বীমাসহ ১৭১ কোম্পানির সমাপ্ত বছর শেষ

পুঁজিবাজারের তালিকাভুক্ত ১৭১টি কোম্পানির সমাপ্ত বছর ৩১ ডিসেম্বর, ২০১৫ শেষ হয়েছে । এরই ধারাবাহিকতায় সম্প্রতি ডিভিডেন্ড দেবার লক্ষে কোম্পানিগুলো বিনিয়োগকারীদের ঘরের কড়া নাড়া শরু করবে। ফলে সমাপ্ত বছর শেষ হওয়ায় কোম্পানিগুলোকে ঘিরে বিনিয়োগকারীরা বিনিয়োগে সক্রিয় হবার সম্ভাবনা রয়েছে। যা বাজারের সার্বিক লেনদেনের গতি পথে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টদের।

অবশ্য অধিকাংশ কোম্পানির তৃতীয় প্রান্তিকে ব্যবসায়িক অবস্থা ইতিবাচক দেখা যায়। তাই সমাপ্ত বছরের  ডিভিডেন্ড ভাল ঘোষনাকে ঘিরে বিনিয়োগকারীদের প্রত্যাশাও বাড়ছে। যদিও টানা কয়েক কার্যদিবস দর পতনে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আস্থা সংকট দেখা দিয়েছে।

এ পযন্ত শেয়ারবাজারে তালিকভিুক্ত হয়েছে ত্রিশ ব্যাংক কোম্পানি। পাশাপাশি বীমা কোম্পানি রয়েছে ৪৬টি। ব্যাংক ও বীমা খাতের এ কোম্পানিগুলোর সমাপ্ত বছর ৩১ ডিসেম্বর, ২০১৫। তাই এসব খাতের শেয়ার দর বাড়াটা স্বাভাবিক নিয়মে হতে পারে। যদিও ব্যাংক ও বীমা  তার উল্টো গতিতে রয়েছে। তবে সামনে এ খাতে বিনিয়োগ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে বাজার বোদ্ধরা মনে করেন। 

সমাপ্ত বছর শেষ হওয়া অন্য কোম্পানিগুলোর হলো- আরামিট সিমেন্ট, কনফিডেন্স সিমেন্ট, হাইডেলবার্গ সিমেন্ট, লাফার্জ সুরমা সিমেন্ট, মেঘনা সিমেন্ট, আরএকে সিরামিক, শাইনপুকুর সিরামিকস, আজিজ পাইপ্স, বিডি থাই, বিএসআরএম স্টিল, বিএসআরএমলিমিটেড, গোল্ডেনসন, কে অ্যান্ড কিউ, কেডিএস এক্সেসরিজ, মুন্নু জুট স্ট্যাফলার্স, রংপুর ফাউন্ড্রি এবং সিঙ্গার বিডি, বে-লিজিং অ্যান্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড, বিডি ফাইন্যান্স, বিআইএফসি, ফারইস্ট ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, আইডিএলসি ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, আইপিডিসি, ইসলামিক ফাইন্যান্স, লংকাবাংলা ফাইন্যান্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, ফনিক্স ফাইন্যান্স, পিপলস লিজিং, প্রাইম ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিট্যাল, ইউনাইটেড ফাইন্যান্স, উত্তরা ফাইন্যান্স, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বিচ হ্যাচারি, ন্যাশনাল টি কোম্পানি, আরডি ফুড, বিডি ওয়েল্ডিং, জিবিবি পাওয়ার, খুলনা পাওয়ার, লিনডে বাংলাদেশ, মবিল যমুনা, সামিট পূর্বাচল, সামিট পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, ইনফরমেশন সার্ভিসেস, ইনটেক লিমিটেড, আরামিট, বার্জার পেইন্ট বাংলাদেশ, বেক্সিমকো, জি কিউ বলপেন, ন্যাশনাল ফিড মিলস, এসিআই, এসিআই ফরমুলেশন, অ্যাকটিভ ফাইন, এএফসি এগ্রো, আম্বি ফার্মা, বেক্সিমকো ফার্মা, গ্লোবাল হেভী কেমিক্যাল, গ্ল্যাক্সো স্মিথ, বেক্সিমকো সিনথেটিকস, সালভো কেমিক্যাল, রেনেটা, রেকিট বেনকিজার, ম্যারিকো, জেএমআই সিরিঞ্জ, ইবনে সিনা ফার্মা এবং ওয়াটা কেমিক্যালস, সামিট অ্যালায়েন্স পোর্ট, এপেক্স ফুট, বাটা সু, লিগ্যাসি ফুটওয়্যার,  ইউনিক হোটেল, বাংলাদেশ সার্ভিস, আরগন ডেনিমস্, সিএমসি কামাল, ফ্যামিলি টেক্স, জেনারেশন নেক্সট, রিজেন্ট টেক্সটাইল, আরএন স্পিনিং, সাফকো স্পিনিং, শাশা ডেনিমস, সোনারগাঁ টেক্সটাইল, স্কয়ার টেক্সটাইল, তসরিফা ইন্ডাস্ট্রিজ, তু হাই নিটিং, জাহিন স্পিনিং ও গ্রামীন ফোন।