English Version
আপডেট : ৩০ জানুয়ারি, ২০১৬ ১৫:০৩

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অলটেক্স

নিজস্ব প্রতিবেদক
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অলটেক্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে ছিল অলটেক্স ইন্ডাস্ট্রিজ।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ২৯ লাখ ৩৬ হাজার ৩৫১টি শেয়ার ৭০ কোটি ১৭ লাখ ৩৬ হাজার টাকায় লেনদেন হয়েছে। আলোচিত এসময়ে কোম্পানির শেয়ারটির দর ১৩.৪৩ শতাংশ বেড়েছে। শেষ কার্যদিবসে শেয়ারটির সর্বশেষ লেনদেন হয় ৩২ টাকায়।

লেনদেনের দ্বিতীয় স্থানে ছিল ইমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ৫ লাখ ৯৯ হাজার ১৪৮টি শেয়ার ৬৬ কোটি ৬৬ লাখ ৪১ হাজার টাকায় লেনদেন হয়েছে। এসময়ে তৃতীয় স্থানে ছিল আইটিসি। সপ্তাহজুড়ে ৭৪ লাখ ১৬ হাজার ৮৭৪টি শেয়ার ৫৫ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার টাকায় লেনদেন করেছে।

এছাড়া লেনদেনের শীর্ষ রয়েছে- সাইফ পাওয়ারটেক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, ইফাদ অটোস, স্কয়ার ফার্মা, বিডি থাই অ্যালুমিনিয়াম ও দ্য ঢাকা ডাইং অ্যান্ড মেনুফেকচারিং।