English Version
আপডেট : ২৮ জানুয়ারি, ২০১৬ ১৭:৪৬

পতনে বন্দি শেয়ারবাজার

অনলাইন ডেস্ক
পতনে বন্দি শেয়ারবাজার

পতনের বৃত্তে বন্দি শেয়ারবাজার। বৃহস্পতিবার উভয় বাজারে সূচকের পতন হয়েছে। অধিকাংশ কোম্পানির শেয়ারের দরপতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ডিএসইএক্স পতন হয়েছে ১২ পয়েন্ট। এর ফলে দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৫৭৩ পয়েন্টে।

এনিয়ে টানা ৭ কার্যদিবসে সূচকের পতনে শেষ হয়েছে ডিএসইর লেনদেন। এ সময়ে সূচকের পতন হয়েছে ১২৩ পয়েন্ট। সর্বশেষ ১৯ জানুয়ারি ১০ পয়েন্ট বেড়ে ডিএসইএক্স ৪৬৯৭ পয়েন্টে উঠে এসেছিল। কিন্তু এরপর থেকে ধারাবাহিকভাবে পতন ঘটছে বাজারে। বাজারে ধারাবাহিক পতন হলেও এর কারণ খুঁজে পাচ্ছেন না বিশ্লেষকরা।

এদিকে বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩২১টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ৯৯টির, কমেছে ১৭৪টির ও অপরিবর্তিত রয়েছে ৪৮টির দর।

লেনদেনের শীর্ষে রয়েছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ। দিনশেষে কোম্পানিটির ১৫ কোটি ৭৯ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মার লেনদেন হয়েছে ১৩ কোটি ২ লাখ ৫১ হাজার টাকা।

লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে— আইটি কনসালটেন্টস, বিডি থাই, আল আরাফাহ ইসলামী ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এমারল্ড অয়েল, ঢাকা ডাইং, বেক্সিমকো ফার্মা, প্রিমিয়ার সিমেন্ট।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ১২.৭৬ পয়েন্ট কমে দিনশেষে ৮৫৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৯ কোটি ৯০ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ১৪৯টির ও অপরিবর্তিত রয়েছে ২৬টির দর।