English Version
আপডেট : ২৮ জানুয়ারি, ২০১৬ ১৬:২৭

ডিভিডেন্ড ঘোষণা করেছে প্রাইম ফান্ড

অনলাইন ডেস্ক
ডিভিডেন্ড ঘোষণা করেছে প্রাইম ফান্ড

প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ইউনিটহোল্ডারদের জন্য ৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ ফেব্রুয়ারি। ২০১৫ সালের ৩১ ডিসেম্বরে সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী ফান্ডটির ইউনিটপ্রতি আয় হয়েছে ৫৩ পয়সা। ক্রয়ের ভিত্তিতে ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ মূল্য ১৬.৩৩ টাকা ও বাজার মূল্যের ভিত্তিতে ১০.৩৯ টাকা। ফান্ডটির ইউনিটপ্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে (০.০১) টাকা।

২০১৪ সালে ফান্ডটি ইউনিটহোল্ডারদের ১০ শতাংশ নগদ ডিভিডেন্ড দিয়েছিল।